বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বজ্রপাতে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম মোহাম্মদ জিলানী (২৭) ও আব্দুর রহমান (৬৫)।
জিলানীর বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায় এবং আব্দুর রহমান এর বাড়ি কুতুবদিয়া লেমশি খালীতে।
আজ মাগরিবের পর মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কাজ করার সময় বজ্রপাতে জীলানীর মৃত্যু হয়।
একই সময়ে কুতুবদিয়ায় বজ্রপাত আব্দুর এর মৃত্যু হয়েছে।
কয়লা বিদ্যুৎ দায়িত্বশীল সূত্র থেকে জানাগেছে, ব্রাক্ষণবাড়িয়ার বাসিন্দা জিলানী পস্কোর সিভিল ডিপার্টমেন্টে সাধারণ ওয়ার্কার হিসেবে ট্যাকনেশিয়ানের কাজ করতেন। অন্যান্য দিনের মতো আজও ৪-৫ জন শ্রমিক ওভার টাইম এর কাজ করছিলেন। তারা প্রকল্পের জেটি এলাকায় কাজে ছিলেন। মাগরিবের কিছু সময় পর
আকষ্মিক বজ্রপাত আঘাতে জিলানী মাটিতে লুটে পড়ে। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রকল্প এলাকায় স্থাপিত হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়নে বজ্রপাতে আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়া বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।