Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবামা

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইরাক, নাইজেরিয়া এবং কলম্বিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়। এ সপ্তায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রোডস সাংবাদিকদের জানিয়েছেন, ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন ওবামা। রোডস বলেন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের সঙ্গে ওবামা বৈঠক করবেন না বলেই ধারণা করা হচ্ছে। সম্প্রতি আঞ্চলিক এক শীর্ষ সম্মেলনে ওবামা লাওস সফরকালে দুতার্তের কটূক্তির জেরে হোয়াইট হাউস তার সঙ্গে ওবামার একটি বৈঠক বাতিল করে। অতি সম্প্রতি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ফিলিপিন্সে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর হাতে উল্লেখযোগ্যসংখ্যক বিচারবহির্ভূত হত্যাকা-ের সমালোচনা করায় জাতিসংঘের নিন্দা করে আন্তর্জাতিক এই সংস্থা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন দুতার্তে। জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে দুতার্তের অংশ নেয়ার কোনো সূচি এখনো পাওয়া যায়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ