Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিন

প্রবাসী মন্ত্রীর কাছে রাফার স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০০ এএম

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন (করোনা টিকা) দেয়ার জন্য জোর দাবি জানিয়েছে রিক্রুটিং এজেন্সি ফ্রেন্ডস এসোসিয়েশন (রাফা)। গতকাল রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর দপ্তরে এক স্মারকলিপিতে এ দাবি পেশ করা হয়। বিদেশগামী কর্মীদের ভ্যাকসিনের আওতায় আনার পূর্ব পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে সউদীর সাত দিনের কোয়ারেন্টিনের সমপরিমান অর্থ অনুদান হিসেবে প্রদানেরও দাবি জানানো হয় ঐ স্মারকলিপিতে। স্মারকলিপিতে আরো বলা হয়, গত ২০ মে থেকে সউদী সরকার নতুন করে কঠিন শর্তারোপ করেছে যে যেসব কর্মী করোনার টিকা গ্রহণ করেনি তাদেরকে দেশটিতে প্রবেশের সাথে সাথে হোটেলে কমপক্ষে সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে প্রত্যেক কর্মীর বিমান ভাড়ার ৫০ হাজার টাকা ছাড়া অতিরিক্ত ব্যয় হবে আরো প্রায় ৭০ হাজার টাকা। দু’দফা করোনার পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রবাসী কর্মীরা স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে পারবেন। কোয়ারেন্টিনের প্রায় ৭০ হাজার টাকা সাউদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে প্রত্যেক কর্মীকে পরিশোধ করতে হবে। অভিবাসন প্রক্রিয়াকে চলমান রেখে রেমিট্যান্স ধরে রাখার স্বার্থে জরুরিভিত্তিতে বিদেশগামী কর্মীদের করোনার টিকা প্রদান এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানের অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে। এতে স্বাক্ষর করেন রাফার সভাপতি মো. আবুল বারাকাত ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. ফরিদ আহম্মেদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ