Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য

আইএসপিআর | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০০ এএম

মালির গাও প্রদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৭, মিনুসমা), প্রযত্নে: ৩৪ বীর, সেক্টর ইস্ট এ দায়িত্বরত রয়েছে। উক্ত কন্টিনজেন্ট গত ২০-২৬ মে পর্যন্ত জাতিসংঘের একটি লজিষ্টিক কনভয়কে গাও হতে মেনেকায় স্কর্ট প্রদান করার জন্য দায়িত্বে নিয়োজিত থাকার সময় গত ২২ মে গাও হতে ২৩০ কি. মি. দূরে আকস্মিক ৮-১০ জন সশস্ত্র দুঃস্কৃতিকারী মটর সাইকেল যোগে কনভয়ের উপর অতর্কিতে গুলি বর্ষন শুরু করে।

প্রত্যুত্তরে বাংলাদেশ শান্তিরক্ষীরা অত্যন্ত সাহসিকতার সাথে সন্ত্রাসীদের উপর পাল্টা আক্রমণ করে প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে দুঃস্কৃতিকারীরা স্তান ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশী শান্তিরক্ষীরা সর্বমহলে প্রশংসিত হয়। উল্লেখিত ঘটনায় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর কৌশলগত নৈপুন্যতা এবং আক্রমণাত্নক কার্যক্রমের কারণে কোন রকম ক্ষয়ক্ষতি ব্যতীত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।-আইএসপিআর

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ