Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গ্রামবাসীদের হত্যায় মিয়ানমারে সেনাদের কারাদন্ড

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাঁচ গ্রামবাসীকে হত্যার দায়ে একদল সেনাকে পাঁচ বছরের সশ্রম কারাদ- দিয়েছে মিয়ানমার। বিবিসি বলছে, অভিযুক্ত ওই সাত সেনা হত্যার দায় স্বীকার করেছে। ওই সাতজনের মধ্যে চারজন কর্মকর্তা। জুনে মিয়ানমারের পূর্ব শান রাজ্যে বিদ্রোহী বেসামরিক বাহিনীকে সাহায্য করছে সন্দেহে একদল গ্রামবাসীকে ধরে নিয়ে আসে সেনারা, পরে তাদের মধ্যে ছুরিকাঘাতে নিহত পাঁচজনের লাশ একটি অগভীর কবরে পাওয়া যায়। গত বৃহস্পতিবার একটি সামরিক আদালত এ দ-াদেশ দেয়। এ মামলাটি মিয়ানমারে সামরিক বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করার এক বিরল উদাহরণ। ওই ঘটনায় দেশের সামরিক বাহিনী বিচারের পদক্ষেপ গ্রহণ করায় খুব বিস্মিত হয়েছেন অধিকারকর্মী সাই কায়ুং খাম। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামবাসীদের হত্যায় মিয়ানমারে সেনাদের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ