Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় আহত ২৫

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে ম্যানহাটনের চেলসি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। বিকট বিস্ফোরণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকেও সেখানে ছুটে যেতে দেখা যায়। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারও ঘটনাস্থলে উপস্থিত হন বলে স্থানীয় একজন কাউন্সিলর জানান। নিউজার্সিতে পাইপ বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার মাথায় নিউইয়র্কে এ ঘটনা ঘটল। তবে ম্যানহাটনের বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিস্ফোরণের পর টুইটারে একটি ডাস্টবিনের ছবি এসেছে। বলা হচ্ছে, ওই ডাস্টবিনেই বিস্ফোরণ ঘটেছে এবং তাতে পাশের ভবনের জানালার কাচ ভেঙে গেছে। তবে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় আহত ২৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ