বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একদিনে ৩ জনের মৃত্যুর মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতির আবার অবনতি ঘটল। রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীতে ১ জন ছাড়াও পটুয়াখালী সদর ও বাউফলে দুজন কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে। এসময়ে মৃত ৩ জনের দুজনই নারী। এনিয়ে গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ৪ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর মধ্যে দিয়ে দক্ষিণঞ্চলে মোট সংখ্যটা ২৭৯ জনে পৌছল। মৃত্যুহার ১.৮৩%। এ অঞ্চলে গত ২৪ ঘন্টায় ৩৩১ জনের নমুনা পরিক্ষায় ১৯জনে দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে গত ১৪ মাসে ১লাখ ১ হাজার ৮১৭ জনের নমুনা পরিক্ষায় ১৫ হাজার ২৪০ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সর্বশেষ হিসেবে দক্ষিণাঞ্চলে সনাক্তের হার ১৫.০৩%।
করোনার হটস্পট বরিশাল মহানগরীতে নতুন ১ জন সহ মৃতের সংখ্যা সরকারী হিসেবেই ৬৫’তে উন্নীত হয়েছে। শণিবার নগরীর রূপাতলী এলাকায় ৪৭ বছরের এক নারীর মৃত্যু ঘটে। বরিশাল মহানগরীতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৪ জন সহ মোট সংংখ্যাটা প্রায় ৫ হাজার ২শ। এরমধ্যে চলতি মাসের ২৩ দিনেই আক্রান্তের সংখ্যা ২২০। বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনই ছিল মহানগরীতে। মহানগরী সহ জেলাটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯২৬। মারা গেছেন ১১৯ জন।
আর পটুয়াখালীতে প্রায় মাসখানেক পরে দুজনের মৃত্যুর মধ্যে দিয়ে সংখ্যাটা দাড়িয়েছে ৫২ জনে। জেলাটিতে গত ২৪ ঘন্টায় ৩ জন সহ এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৮।
ভোলা এবং পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় নতুন ৩ জনকরে করোনা সংক্রমনের শিকার হয়েছেন। ইতোমধ্যে ভোলাতে ১ হাজার ৮৮৪ জন আক্রান্তের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরেও মারা গেছেন ৩১ জন। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪৮।
ঝালকাঠীতে এসময়ে ১ জন সহ মোট আক্রান্ত ১ হাজার ৩২৭ জনের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। আর বরগুনাতে গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমনের খবর না থাকলেও জেলাটিতে ইতোমধ্যে ১ হাজার ২৪৭ আক্রান্তের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৩২ জন সহ সর্বমোট ১৩ হাজার ৪০১ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৮৮.১৪%।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।