নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রাঙামাটি সদরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল সকালে সাপছড়ি উচ্চ বিদালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনা এবং রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো, হান্নান।
উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে কুতুকছড়ি ৩-০ গোলে সাপছড়িকে এবং বালক বিভাগে সাপছড়ি ২-০ ব্যবধানে কুতুকছড়িকে হারিয়ে শুভসূচনা করে। টুর্নামেন্টে সদর উপজেলার ৬ ইউনিয়নের ১২টি দল অংশ নিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।