Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে ধর্মীয় নেতার গাড়িতে বিস্ফোরণ নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান শহরে এক বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানা গেছে। দেশটির ধর্মীয় রাজনৈতিক দল জামায়েত উলামা-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর বেলুচিস্তান প্রদেশের আমির মাওলানা আবদুল কাদির লোনির গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রাণে বেঁচে যান তিনি। বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপ‚র একটি প্রদেশ হলেও অনুন্নত। গত কয়েক দশক ধরে সেখানে স্বাধীনতার আন্দোলন অব্যাহত আছে। স্থানীয় অনেক বাসিন্দা বিশ্বাস করেন ১৯৪৭ সালের আগেই স্বাধীন হয়েছে বেলুচিস্তান। কিন্তু পাকিস্তান সরকার জোরপূর্বক প্রদেশটি দখল করে রেখেছে। যার ফলে সেখানে সন্ত্রাসবাদের উত্থান হয়েছে। অতীতের সরকারগুলো সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিলেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, সা¤প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বেলুচিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ