বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এক বিবৃতিতে ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাযায় নারী ও শিশুসহ নিরীহ মুসলমানদের উপরে বর্বরোচিত বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, শুধু যুদ্ধ বিরতিই নয়, বরং ফিলিস্তিনি সংকটের স্থায়ী সমাধান আবশ্যক। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবৈধ দখলদার ইহুদীদেরকে উৎখাত করতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ‘ফিলিস্তিন রাষ্ট্র’ প্রতিষ্ঠার মাধ্যমে এর স্থায়ী সমাধান করতে হবে। তিনি গণহত্যার দায়ে রক্তপিপাসু বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দোসরদের আন্তর্জাতিক আদালতে বিচারের জোর দাবী জানান। তিনি দীর্ঘ ১১দিন যাবত ইহুদীদের নৃশংসতায় আহত ও ক্ষতিগ্রস্থ মুসলিম ভাই-বোনদের নিকট প্রয়োজনীয় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান। এক্ষেত্রে যথাযথভাবে ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছানোর নিশ্চয়তা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ফিলিস্তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তিনি বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।