Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৪:১৫ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় পৃথক পৃথক এলাকায় পানিতে ডুবে আকাশ (৭) ও মাহিম (১৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাত বছরের আকাশ ঈদ উপলক্ষে তার মায়ের সাথে একই ইউনিয়নের পুলিয়ারাজনগর পাণেশ্বরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় সে তার মামা হৃদয়ের সাথে মহাদেও নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় আকাশ নদীর পানিতে ডুব দিয়ে আর ভেসে না উঠায় তার মামা হৃদয় ডাক-চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আকাশের কোন হদিস না পাওয়ায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আকাশের মৃতদেহ উদ্ধার করে।

অপরদিকে কলমাকান্দা সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুল মন্নাফের দেড় বছরের ছেলে মাহিম তার মায়ের সাথে একই ইউনিয়নের গোবীরপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় মাহিম বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। পরিবারের লোকজন শিশু মাহিমকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে শিশু মাহিমের লাশ বাড়ির পার্শবর্তী একটি পুকুরে ভেসে উঠে। পরিবারের লোকজন মাহিমকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহ্মুদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিন করে বলেন এ ব্যাপারে থানায় দুটি ইউডি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানি

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ