মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মানুষ যেন আর লাশ বইতে পারছে না। তাই সেখানে সেখানে ফেলে দিচ্ছে। নদীতে-পানিতে ভাসছে লাশ। আর পথে ঘাটেও মিলছে পচা লাশ।
এদিকে ভারতে করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও মৃত্যু চার হাজারের ওপরেই রয়েছে। সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। এ দিন মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন।
করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে টিকাদান কর্মসূচি জোরদার করেছে ভারত। গতকাল একদিনে ১৪ লাখ ৫৯ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৯ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণ কমে আসতে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ থেকে ২০ হাজারে ঠেকবে।
তবে আগাম সংকট প্রসঙ্গে সতর্কও করছেন গবেষকরা। তারা বলছেন, যদি টিকাদান ঠিকমতো না হয় বা সামাজিক দূরত্ববিধি মেনে না চলে সাধারণ মানুষ, সেক্ষেত্রে পাঁচ-ছয় মাস পরে ফের আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।