Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩১শে মে পর্যন্ত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ১০:৫৪ এএম

ভারতে করোনাভাইরাসের ভয়াবহ অবস্থা। আর এই কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়িয়ে ৩১শে মে পর্যন্ত করা হয়েছে। শুক্রবার (২১ মে) ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের সঙ্গে চলমান স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরায় নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশিরা দেশে ফেরার অনুমতি পাবেন তাদের আগরতলা ও আখাউড়া চেকপোস্টে কিউআর কোডসহ করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।


উল্লেখ্য, করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে গত ২৬শে এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহনের চলাচল অব্যাহত আছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ