Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলগত ইভেন্টেও বিদায় আরচ্যারদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ১২:০১ এএম

সুইজারল্যান্ডের লুজানে আরচ্যারি বিশ্বকাপের এককের মতো পুরুষ ও নারী দলগতে ইভেন্টেরও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গতকাল অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ দলগতের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান সানা, তামিমুল ইসলাম ও রামকৃষ্ণ সাহা ৫-৪ সেটে হেরে যান স্পেনের কাছে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও মেহেনাজ আক্তার মনিরা ৬-২ সেটে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেন। তবে রিকার্ভ মিশ্র দলগতের ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজরা। আগামীকাল এই ইভেন্টে রোমান সানা ও দিয়া সিদ্দিকী স্বর্ণপদকের জন্য লড়বেন নেদারল্যান্ডসের প্রতিযোগির বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দলগত ইভেন্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ