প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্পাই অ্যাডভেঞ্চার ড্রামা-প্রেমীদের জন্য সুখবর। আবারো অভিনয়ে ফিরছেন হলিউডের নামী তারকা আর্লন্ড সোয়ার্জেনেগার। তবে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে একটি স্পাই অ্যাডভেঞ্চার সিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্স ঘোষণা করেছে, সিরিজটিতে হলিউডের এই প্রবীণ অভিনেতা মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটিই তার প্রথম টেলিভিশন প্রোজেক্ট।
এ প্রসঙ্গে আর্লন্ড সোয়ার্জেনেগার বলছেন, ‘প্রতিবছর এই ধরনের প্রোজেক্টের উপর কাজ করার কথা বলে আসছে আমার ভক্তরা। সারা পৃথিবী থেকেই স্পাই অ্যাডভেঞ্চারের উপর তৈরি সিরিজে কাজ কেন করছি না কেন, এমন প্রশ্ন করেছেন ভক্তরা। তবে স্কাইড্যান্স ও নেটফ্লিক্স আমাকে অবশেষে এত বড় একটি সুযোগ দিয়েছে, আমি ভাগ্যবান। খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে চাই। নিক ও মনিকা আর গোটা টিমের সঙ্গে দেখার করার জন্য অপেক্ষায় আছি।’
উল্লেখ্য, এই স্পাই অ্যাডভেঞ্চার সিরিজটি নির্মান করবেন স্করপিওন খ্যাত নির্মাতা নিক স্যানতোরা। আর এতে আর্লন্ড সোয়ার্জেনেগার ছাড়াও অভিনয় করবেন ‘টপ গান ম্যাভেরিক’ সিনেমার অভিনেত্রী মনিকা বার্বারো।
নির্মাতা নিক স্যানতোরা জানিয়েছেন, এই সিরিজের গল্পের মূলস্রোত বয়ে গিয়েছে এক বাবা ও মেয়ের একটি সম্পর্কের কাহিনিকে সঙ্গে নিয়ে। উভয়েই বছরের পর বছর ধরে গোপনে গোপনে সিআইএ-র দক্ষ কর্মী হিসেবে কাজ করছেন। কিন্তু দেশের সুরক্ষার জন্য কেউই নিজের কর্মজীবন নিয়ে খোলসা করেন না। সেই গোপনীয়তা রাখতে গিয়ে বাবা-মেয়ে শিখেছে নানান পথ অনুসরণের উপায়। তারা বুঝতে পারেন, গোটা সম্পর্কটি একচি মিথ্যের সুতোয় ঝুলে রয়েছে। বাবা-মেয়ের সম্পর্ক কোনও সত্যতা নেই, বিশ্বাস নেই। একে অপরকে চেনে না, জানেও না। শুধুমাত্র একই ছাদের তলায় একসঙ্গে থাকা।
সিরিজ জুড়ে গুপ্তচরবৃত্তি, চমত্কার অ্যাকশন, হিউমার ও সর্বজনীন পারিবারিক সম্পর্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দুর্দান্ত পদক্ষেপগুলিতে দর্শকমনে দাগ কাটবে বলে আশা নির্দেশক ও নির্মাতার। তবে এখনও ঠিক হয়নি সিরিজের নাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।