Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে নিহত শ্রমিকদের আর্থিক সহায়তা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১২:০৩ এএম

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্র এস এস পাওয়ার প্ল্যান্টে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’র আর্থিক সহায়তার চেক এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় নিহত ও আহত মোট ২২ জন শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদের মধ্যে নিহত শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা এবং আহত শ্রমিকদের পরিবারকে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। গত ১৭ এপ্রিল পুলিশের গুলিতে সাতজন শ্রমিক নিহত এবং অর্ধ শতাধিক আহত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ