নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে ছিলেন না দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁকে ছাড়া স্পিন বিভাগে অনেকটা অসহায়ই ছিলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফেরায় স্বস্তির নিশ্বাস ফেলছেন নির্বাচক হাবিবুল বাশার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নিঃসন্দেহে সাকিবকে মিস করেছেন তারই নিয়মিত বোলিং সঙ্গী তাইজুল ও মিরাজ। বাংলাদেশ দলে বর্তমানে স্পিনারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাকিবই। ফলে টেস্ট সিরিজে থাকলে খানিকটা স্বস্তিতেই থাকতে পারতেন তারা। মিরাজ, তাইজুল ও বাকি স্পিনারদের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলছেন নির্বাচক বাশারও। এই সিরিজে দুই পেসার রুবেল ও হাসান মাহমুদ না থাকলেও মুস্তাফিজ, তাসকিন, শরিফুল সম্মিলিত পেস অ্যাটাকে ভালো কিছুর আশা করছেন বাশার। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘দুজন পেসার (রুবেল, হাসান) ছিটকে গেলেও আমার মনে হয় আমাদের বোলিং লাইন-আপটা এখনও যথেষ্ট শক্তিশালী। মুস্তাফিজ, সাইফউদ্দিন রয়েছে। শরিফুলও বেশ ভালো ফর্মে রয়েছে। হাসান ও রুবেলকে পাচ্ছি না তবে আমাদের হাতে যে অপশন রয়েছে সেগুলো যথেষ্ট ভালো এবং আমাদের স্পিন বোলিং অ্যাটাকও যথেষ্ট ভালো। সাকিব ফিরে আসায় দলটা ভারসাম্য ফিরে এসেছে। আশা করছি যে দলই করা হোক না কেন আমরা আগের চেয়ে ভালো ক্রিকেট খেলব।’
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারে ব্যাট করলেও গুঞ্জন রয়েছে লঙ্কানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তিনে ফিরছেন সাকিব। তবে এই বিষয় নিয়ে এখনই খোলামেলা কিছু বলতে চাননি নির্বাচক বাশার, ‘এই বিষয়টা যখন খেলা হবে তখনই ঠিক করা হবে। আমরা তো আগে স্কোয়াড তৈরি করি, তারপর কে কোথায় খেলবে সেটা ঠিক করা হয়। আমাদের জন্য স্বস্তির বিষয়কে সবাইকে পাচ্ছি, তারপর যখন খেলা শুরু হবে ম্যাচের গতিপথ দেখে টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কে কোথায় খেলবে।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সাফল্যকে গোণায় ধরেই মূলত দল সাজিয়েছেন নির্বাচকরা। সেই দলের আদলে স্কোয়াড সাজিয়ে এবারও সিরিজ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা অনেক ভালো করেছিলাম, ৩-০ ব্যবধানে জিতেছিলাম। সেই ধারাবাহিকতায় ওয়ানডে দলে খুব একটা পরিবর্তন আনিনি। প্রায় সবাই আছে। নির্বাচক প্যানেলের সবাই আশা করছি শ্রীলঙ্কা সিরিজে ভালো ক্রিকেট খেলবে।’
১৫ সদস্যের স্কোয়াডের সাথে স্ট্যান্ডবাই হিসেবে আছেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। এই চারজন থাকবেন ম‚ল স্কোয়াডের সাথেই। তৃতীয় ওয়ানডের দলে কোনো পরিবর্তন এলে তাই এই চারজনের কারও সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি, ‘১৫ জনের স্কোয়াড দিয়েছি, সাথে ৪ জন স্ট্যান্ডবাই রেখেছি। কোভিডের জন্য ১৯ জন স্কোয়াডের সাথে থাকবে। কোভিড পরিস্থিতিতে কী হয় বলা যায় না, কাউকে যখন-তখন দরকার হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে আমাদের দল সবসময় ভালো ক্রিকেট খেলে। আশা করছি এই সিরিজেও ভালো করবে। আমাদের খেলোয়াড়রা অনেক আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ডে খুব একটা ভালো খেলতে পারিনি। কিন্তু হোম সিরিজে তো ভালো খেলে। যেহেতু ধারাবাহিকভাবে যাচ্ছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে সিরিজে ভালো করেছি, সেই হিসেবে আমরা ভালো করার ব্যাপারে আশাবাদী।’
আগামী ২৩ মে মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে আগামী ২৫ ও ২৮ মে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।