Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলামের দাফন সম্পন্ন

আল ইসলাহর সভাপতি, বর্তমান ও সাবেক এমপির শোক প্রকাশ

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৬:১৪ পিএম

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জমিয়াতুল মোদার্রেছীন ওসমানীনগর উপজেলা সভাপতি ও হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় নিহতের নিজ বাড়ি উপজেলার গোয়লাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজের ইমামতি এবং দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ফুলতলী ছাহেব কিবলার ছাহেবজাদা অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে জানাযার নামাজে কয়েক হাজার মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকালে শেষ বারের মত মরহুমের কর্মস্থল হযরত শাহজালাল ফায়িল মাদরসা মাঠে নেয়া হয়। সেখানে মাদরাসার ও এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া করা হয়। এ সময় ছাত্র-শিক্ষকের মধ্যে কান্নার রোল পড়ে যায়। বিষাদের ছায়া নেমে পড়ে মাদরাসাজুড়ে।
জানাযার নামাজ পূর্বে মরহুমের স্মৃতির উপর আলোচনা করা হয়। দীনের খেতমতে তার অসামান্য ত্যাগের কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঘাতক চালকের ফাঁসির দাবী উত্তাপন করা হয়।

তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন ও ওসমানীনগর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভীর পরিচালনায় জানাযা পূর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান, সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সৎপুর কামিল মাদরাসার, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিক রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, চান্দাইড়পারা সুন্নিয়া ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছরওয়ারে জাহান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সিন্টিকেট সদস্য ও ঢাকা মহাখালি কামিল মাদরাসার মুহাদ্দিস পীরজাদা মাওলানা মাহবুবুর রহমান, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, পীর মজনু মিয়া, সদস্য শাহ শানুরুর রহমান, তাজপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার সাংবাদিক মাওলানা কাজী আবুল কালাম আজাদ, চাতলপার জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মুবারক, মরহুমের ভাগনা দিলদার আলী ও ছেলে মুন্না।

এ সময় উপসিস্থত ছিলেন, আনজুমানে আল ইসলাহ'র মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো.নুমান, ভাইস প্রিন্সিপাল মাও. ছালিক আহমদ, জালালপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও. জ.উ.ম. আব্দুল মুনাইম, ভাদেশ্বর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাও. শুয়াইবুর রহমান, ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাও. নজমুল হুদা খান, মাও. মোহাম্মদ আলী, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ, মাদারবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ড. সেয়দ শহীদ আহমদ বোগদাদী, চকবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও. আবু সালেহ আল মাহমুদ, লতিফিয়া কারী সোসাইটি ওসমানীনগর উপজেলার সভাপতি মাও. ছাদিকুর রহমান শিবলী, মিয়ার বাজার আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. কবি পিয়ার মাহমুদ, মোল্লাপারা আহমদিয়া দাখিল মাদরাসার সুপার মাও. মহিলা মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, আসকর আলী, সহকারী অধ্যাপক মাও. মোশাররফ হুসেন, আরবী, মাও.মুফতি এখলাছুর রহমান, মাও.আব্দুর রব প্রমূখ।

মাওলানা আমিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, সিলেট জেরা আওয়ামীলীগের সনিয়ির সহ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

উল্লেখ্য, মাওলানা আমিরুল ইসলাম (৫৫) বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাম্মণগ্রাম কসেরতল (মাদরাসার পাশে) সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত রফাত উল্লাহর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন

১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ