Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যশোরে ভারত ফেরত শিশুর করোনা শনাক্ত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ২:২৪ পিএম

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ১১ বছরের শিশুর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, এই প্রথম ভারত ফেরত কোনো শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা ৩জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে রয়েছে ওই শিশু।
ওই শিশু ব্লাড ক্যানসারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে তাকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন।

এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়। বুধবার রাতে তার রিপোর্ট পাওয়ার পর যশোর ২৫০ বেড হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ