Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, আক্রান্ত ৩৪জন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১২:২০ পিএম

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ৩৪ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৭৩।

এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ৮৩ জন। মোট আক্রান্তের হার ৯ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ২২ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় জানায়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে নোয়াখালী সদরে চৌদ্দ জন, বেগমগঞ্জে ২ জন, সোনাইমুড়িতে ৩জন, সেনবাগে দুইজন কবিরহাটে ৪জন ও কোম্পানীগঞ্জে ৯জন রয়েছেন।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯৬৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১০ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ