Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোবরের সূত্র ধরে ৫ গরুচোর আটক

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১২:০১ এএম

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ গোবরের সূত্র ধরেই ৫ চোরকে আটক করতে সক্ষম হয়েছে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ এবং চুরি হওয়া ২টি গরু উদ্ধার করেছে। গত মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরমপুরার মোড়ে অভিযান চালিয়ে ঘোড়াঘাট থানা পুলিশ চুরি হওয়া ২ গরু উদ্ধার করে।
এর আগে গত মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কারিগরী কলেজ মোড়ে চেকপোস্টে গরু চুরির কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি আটক করা হয়। আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক সাজু মিয়া ও একই উপজেলার কামদিয়া পশ্চিমপাড়া গ্রামের মজনু মন্ডল, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নামাকাঠাল হরিনাথপুর গ্রামের মিজানুর রহমান, ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের সাহেব মিয়া এবং সিংড়া বেড়ীভিটা গ্রামের সাইদুল ইসলাম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গত সোমবার দিবাগত রাতে জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষীপুর (চিলাপাড়া) গ্রামের আদিবাসী যোগেন সরেনের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়। মঙ্গলবার ভোরে ঘোড়াঘাট উপজেলার কারিগরী কলেজ মোড়ে চেকপোস্টে মিনি ট্রাকটি থামিয়ে চল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে ট্রাকের পিছনে গরুর কাঁচা গোবর দেখতে পেয়ে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এসময় ট্রাকের চালক সাজু মিয়া ও মজনু মন্ডল এবং মিজানুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গরু চুরির ঘটনা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সুজা মসজিদ এলাকার আব্দুল করিম মিয়ার বাড়ীতে অভিযান চালায়। কিন্তু পুলিশ যাওয়ার আগে করিম গরু নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রযুক্তির সহযোগিতা নিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরমপুরার মোড়ে অভিযান চালিয়ে ২টি গরুসহ সাহেব মিয়া ও সাইদুল ইসলামকে আটক করা হয়। এই ঘটনার পর থেকে আব্দুল করিম পলাতক রয়েছে।
তিনি আরও জানান, পরবর্তীতে গরুর মালিককে খবর দিলে তিনি থানায় এসে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গতকাল বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশেনা পেলে গরু দুটি বাদীর কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। আটক গরু চোরদের বিরুদ্ধে উপজেলার পাশ্ববর্তী বেশ কয়েকটি থানায় চুরির মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ