পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সচিবালয়ে তাকে হেনস্তা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব। গতকাল নোয়াব-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
সভাপতি এ কে আজাদ ও সহ-সভাপতি শহীদুল্লাহ খান বাদল স্বাক্ষরিত নোয়াবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটেকে রেখে হেনস্তা করা, তাকে পুলিশে সোপর্দ করা, তার বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছে নোয়াব।’
এতে বলা হয়, ‘নোয়াব মনে করে, অনুসন্ধানী ও নির্ভীক সাংবাদিকতার জন্য রোজিনা ইমলাম একটি পরিচিত নাম। এমন একজন পেশাদার সাংবাদিককে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা অকল্পনীয় এবং সভ্যতা ও শালীনতা বিবর্জিত কাজ। নোয়াব এর তীব্র নিন্দা জানাচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘নোয়াব সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সর্বদা সমর্থন দিয়ে যাবে। মালিক কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের মিলিত বিনিয়োগ ও পরিশ্রমেই সংবাদপত্র প্রকাশিত হয়। রোজিনা ইসলামের প্রতি করা অন্যায় আচরণ পেশা হিসেবে সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতাকেও ক্ষুন্ন করেছে বলে মনে করছে নোয়াব।’
‘নেয়াব অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং সচিবালয়ে যারা তাকে হেনস্তা, নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে’ -সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।