বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার দ্বিতীয় ধাপে মে মাসে পটুয়াখালী জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ১৫ জনই পটুয়াখালী জেলার কলাপাড়ায় উপজেলায় কর্মরত ১৫ জন চাইনীজ নাগরিক।
পটুয়াখালী সিভিল সার্জন অফিস, কলাপাড়া উপজেলার প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র থেকে জানা গেছে, করোনার শুরু থেকে কলাপাড়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০০ এর মধ্যে চলতি মে মাসে আক্রান্তের সংখ্যা ৩৩ জন এদের মধ্যে চাইনীজ নাগরিক রয়েছেন ১৫ জন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান,গতকাল ১৭ মে সনাক্ত ৭ জন সহ মোট ১৫ জন আক্রান্ত আছেন। আগের আক্রান্ত ৮ জনের মধ্যে ৬ জন পায়রা তাপ বিদ্যুৎ এর, এ ছাড়াও গতকাল পায়রা তাপ বিদ্যুৎ এর ৭ জন নতুন করে করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। পায়রা তাপবিদ্যুৎ এর নিজস্ব চিকিৎসকের তত্বাবধানে তারা আইসোলেশন চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি পায়রা তাপবিদ্যুৎ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে জানান।
তিনি আরো জানান, চাইনীজ নাগরিকরা সঠিক ঠিকানা প্রদান করেন না,এ ছাড়াও ভাষাগত সমস্যা রয়েছে। কলাপাড়ায় আরএমপিএল এবং বিসিপিসিএল চায়নীজ নাগরিকরা কর্মরত আছেন এছাড়াও পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলীতে তাপবিদ্যুৎ এ কর্মরত নাগরিকরাও থাকেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার জানান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আক্রান্ত চাইনীজরা তাদের আইসোলেশনে রাখা হয়েছে। পায়রা তাপবিদ্যুৎ এর নিজস্ব চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।