Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে মোবাইলকোর্টের খবর পেয়ে দোকানের সার্টার নামিয়েও রক্ষা হলনা ব্যবসায়ীর

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ৪:১৮ পিএম

নেছারাবাদ মোবাইল কোর্টের খবর পেয়ে দোকানের সার্টার নামিয়ে ভিতর বসে বেচাকেনা করেও শেষ রক্ষা হলোনা মিজানুর রহমান নামে এক প্লোট্রি ফিড ব্যবসায়ীর। মঙ্গলবার দুপুরে উপজেলার মিয়ারহাট বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স ব্যাতীত মৎস্য ও পশু খাদ্যর অবৈধ ব্যবসা পরিচালনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী ওই আদালত পরিচালনা করেন। এসময়, লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা এবং সরকার নিষিদ্ধ গরু মোটা তাজা করনের ঔষধ বিক্রির অপরাধে আরো তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ওই চার ব্যবসা প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫০ হাজার, ফজলে রাব্বিকে ৫ হাজার,আব্দুল হাই ২ হাজার এবং চুন্নু মিয়া কে ৫ হাজার টাকাসহ মোট ৬২,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সাথে ছিলেন, ভেটোনারি সার্জন শওকত হোসেন আলী,উত্তম কুমারসহ পুলিশের একটি টিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ