যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বিমান ও রকেট হামলা এবং নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে পর্তুগালের স্থানীয় সংগঠন জেনারেল কনফেডারেশন অফ পর্তুগিজ ওয়ার্কার এবং পর্তুগিজ কাউন্সিল ফর পিস অ্যান্ড কো-অপারেশনের আহবানে ফিলিস্তিনের পক্ষে এক গণ বিক্ষোভ এর আয়োজন করে।
মানবতার প্রশ্নে দেশ জাতি ধর্ম নির্বিশেষে পর্তুগালের রাজধানী লিসবনের মার্টিম মনিজ এবং পোর্তো প্রাসা দা প্যালেস্টাইনা (রুয়া ফার্নান্দিস টোমস) নামক দুটি স্থানে এই গণ বিক্ষোভ সমাবেশে হাজারও মানুষ জড়ো হন । শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি আগ্রাসন বন্ধসহ আন্তর্জাতিক আদালতে তাদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের প্রতি সমর্থন জানান।
এবং ইসরাইলের বিরোদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন ধরনের প্লে কার্ড প্রদর্শন করেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।