বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার রূপসায় ডা. হিরামুন্নাহার নামে এক নারী চিকিৎসককে মারধর করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নৈহাটি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. জাকির হোসেনের মেয়ে ফাল্গুনি বেগম (২২)।
গতকাল সোমবার দুপুরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ডা. হিরামুন্নাহার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। ঘটনার সময় তিনি জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাল্গুনি চিকিৎসার জন্য জরুরি বিভাগে গিয়েছিলেন। ডা. হিরামুন্নাহার তার শরীরিক অবস্থা পরীক্ষা করে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে তাকে জানান। তখন ফাল্গুনি জরুরি বিভাগ থেকে বের হয়ে আসেন। ১৫ মিনিট পরে আবার জরুরি বিভাগে গিয়ে চিকিৎসককে ভর্তি না করার কারণ জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে তিনি চিকিৎসককে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সঞ্চিত চৌধুরী বলেন, ‹দায়িত্বরত একজন চিকিৎসকের গায়ে হাত দেওয়া কোন ভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছিল।›
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‹ঘটনাটি জানতে পেরে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। কোন পক্ষ মামলা দায়ের করতে চাননি।›
নৈহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফাল্গুনীর বাবা মো. জাকির হোসেন বলেন, ‹আমার মেয়ে ফাল্গুনি ও হাসপাতালের ডা. হিরামুন্নাহারের বাড়ী পাশাপাশি। তারা পরস্পর সম্পর্কে বোন হন। মাস্ক পরে থাকায় কেউ কেউকে চিনতে পারেনি। নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে মীমাংসা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।