Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মজুদের ২০ ভাগ টিকায় দরিদ্র দেশগুলোর ঘাটতি পূরণ সম্ভব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশ (জি-৭) এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলো তাদের নিজ দেশের টিকাদান কর্মস‚চির লক্ষ্য ঠিক রেখেই টিকার অনেক প্রয়োজন রয়েছে এমন দেশগুলোকে ১৫ কোটিরও বেশি টিকা দান করতে পারে। সোমবার জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। ব্রিটেনের প্রতিষ্ঠান এয়ারফিনিটি পরিচালিত এক জরিপে বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশ এবং ইইউ তাদের জুন, জুলাই এবং আগস্টের জন্য মজুত করা মাত্র ২০ শতাংশ টিকা একেবারে দরিদ্র দেশগুলোর জন্য কোভ্যাক্সের টিকাদান কর্মস‚চির সঙ্গে শেয়ার করে বিশ্বের টিকার ঘাটতি পূরণ করতে সহায়তা করতে পারে। ইউনিসেফ পরিচালক হেনরিটা ফোরি বলেন, ‘জি-৭ এবং ইইউ তাদের নিজ দেশের জনগণের টিকাদান কর্মসূচির লক্ষ্য ঠিক রেখেই তারা বিশ্বের টিকার এ ঘাটতি ঊরণ করতে পারে।’ আগামী জুনে সম্মেলনের জন্য যুক্তরাজ্যের তাদের জি-৭ সদস্য দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। এদিকে ইউনিসেফ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং কোয়ালিশন ফর ইপিডেমিক প্রিপারেডনেস ইনোভেশনের (সিইপিআই) পাশাপাশি গভি দি ভ্যাকসিন অ্যালায়েন্সের নেতৃত্বে চলা কোভ্যাক্স কর্মসূচি তাদের পরিকল্পিত বিতরণের জন্য ১৯ কোটি ডোজ টিকা পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে অনেক বেড়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী টিকার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ