Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ৮৬ জন : জিপিএ-৫ পেল ৩৯

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে নতুন করে ৩৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর নতুন করে পাস করেছে ৮৬ জন। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে এ ৮৬ শিক্ষার্থীকে অনুত্তীর্ণ দেখানো হয়। সব মিলিয়ে এইচএসসির উত্তরপত্র চ্যালেঞ্জ করে করা পুনঃনিরীক্ষণের ফলাফলে পরিবর্তন এসেছে মোট ৩২৯ পরীক্ষার্থীর।
বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে এবার ৫৫ হাজার ৮৭৯টি আবেদন পড়ে। যা বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে ১৪ হাজার ৯২৩ শিক্ষার্থী এসব আবেদন করে। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। এসব আবেদনের মধ্য থেকে পুনঃনিরীক্ষার পর এবার মোট ৩২৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৮৬জন। উত্তীর্ণদের মধ্য থেকে জিপিএ পরিবর্তন হয়েছে ১৭৪ জনের। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। এছাড়া ৩০ জন শিক্ষার্থীর ফেলের বিষয় কমেছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ৮৬ জন : জিপিএ-৫ পেল ৩৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ