মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কলকাতার সাবেক মেয়র, বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে আটক করেছে সিবিআই। আজ সোমবার সকালে তার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টা নাগাদ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আটক অবস্থায় বাড়ি থেকে বের হতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, আমাকে গ্রেপ্তার করা হলো নারদ মামলায়। সিবিআই গ্রেপ্তার করল।
আজ সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মামলার সূত্রেই সিবিআই কর্মকর্তারা কার্যক্রম শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও সিবিআই-এর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
ফিরহাদকে বাড়ির বাইরে নিয়ে যেতেই তার সমর্থকরা স্লোগান দিতে থাকেন। তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কথা কাটাকাটিও হয়। পরে ফিরহাদ তাদের শান্ত করেন। সূত্র: এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।