Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ দিনে সড়কে ঝরল ৬৯ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১২:০১ এএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সারা দেশে ৪৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসকল দুর্ঘটনায় সড়কে ৬৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঈদের পরের দিন দুর্ঘটনা ও নিহতদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এসব দুর্ঘটনার বেশিরভাগই ছিল মোটরসাইকেলে।

সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার সাতমাইল এলাকায় ওসমানীনগরগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় (৪০) ও তার দুই বছরের ছেলে গৌরভ রায়।

মাদারীপুর : মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজসংলগ্ন স্নেহ মুন্সীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম হায়দার খান (২০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর পশ্চিম কাজিকান্দি এলাকার আনোয়ার খানের ছেলে।

খুলনা : খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের নামে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পথচারীও রয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী : ফেনীর ছাগলনাইয়ায় সড়ক পার হতে গিয়ে দ্রæতগামী ট্রাকের ধাক্কায় ওবায়দুল হক মজুমদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঈদের পরের দিন বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের চানপুর সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওবায়দুল হক মজুমদারের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পাঠান নগর গ্রামে।

নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। ঈদের পরের দিন সকাল ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নে লাইট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জাফর উল্যাহ (৬৫)। তিনি চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ীতে ঈদের আগের দিন ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন তার পরিবারের তিন সদস্য, অটোরিকশার চালকসহ ছয়জন। নিহত ব্যক্তির নাম সফি উল্যাহ (৭০)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নের বাইশসিন্দুরপুর গ্রামের বাসিন্দা।

মাগুরা : মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের পারন্দুয়ালী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। ঈদের আগের দিন বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার পারন্দুয়ালী গ্রামের ওহিদুর রহমানের ছেলে বাঁধন বিশ্বাস (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবদুস সালামের ছেলে নিশান রহমান। এই ঘটনায় আহত হয়েছেন খুলনার পাইকগাছা উপজেলার আবদুল গফফার নামে এক ব্যক্তি।

ভোলা : ঈদে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। ঈদের পরের দিন দুপুরে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের দালালপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।

কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঈদের পরের দিন দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গান বাজিয়ে নাচানাচি করার সময় চলন্ত আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত যান) থেকে পড়ে মাসুদ রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের দিন সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মাসুদ রানা আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের আইয়ুব মালিতার ছেলে।

নাটোর : নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঈদের দিন বিকেলে কালীগঞ্জ-পিপরুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা হলেন কালীগঞ্জ গাওয়া পাড়া গ্রামের মৃত রজব আলীর স্ত্রী আমেনা বেওয়া (৯০)।
চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর-রানীরহাট ডিসি রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। ঈদের দিন বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম ও একই উপজেলার সৈয়দ বাড়ি গ্রামের বাসিন্দা মৃত অতিথিরঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া।

নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে ঘুরতে বের হয়ে এক তরুণ নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হন। নড়াইল-কালিয়া সড়কের পুরুলিয়া মোড়ে ঈদের দিন এ দুর্ঘটনা ঘটে। নিহত ইবাদুল কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আলমগীর ভূইয়ার ছেলে।
ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। নিহতরা হলো-সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)। তারা দুজনেই জেলার তারাকান্দা উপজেলার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নাজমুল হোসেন নাঈম (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। ঈদের দিন দুপুরের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়া বাজারসংলগ্ন মায়াবিনী লেক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন নাঈম পানছড়ির উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. নাছির হোসেনের ছেলে। সে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান জামাল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় কানুরকুটি (ফকিরটারি) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। ঈদের দিন বিকেলের দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে এ ঘটনা ঘটে।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শেকু মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঈদের দিন দুপুরে উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেকু মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. গণি মিয়ার ছেলে। তিনি উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় খাদিজা ব্রিকফিন্ডের শ্রমিক ছিলেন।

বগুড়া : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ঈদের দিন দুইজন নিহত হয়েছেন। তারা হলেন-মিলন দাস (৩০) ও নুরুন্নবী (২৩)। নিহত মিলন দাস বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পুরান বগুড়া হিন্দু পাড়ার সখা দাসের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোটেম্পু চালক ছিলেন। নূরুন্নবী উপজেলার সাজাপুর কাগজীপাড়ার আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া আজিজুল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গত বুধবার গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জয় (১৫) ও গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মহসীন উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬)।
নরসিংদী : নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গত বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন। তাদের বাড়ি নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে কর্মরত ছিলেন। নিহত অপরজন মাইক্রোবাসের চালক খোকন।
রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় গত বুধবার মাইক্রোবাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৬ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। দুটি গাড়িতেই ঈদযাত্রীরা ছিলেন বলে জানা গেছে।

গাজীপুর : গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা র‌্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাব-৪ এর এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন র‌্যাব সদস্যসহ এক মোটর মেকানিক। গত বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্জেন্ট মো. খায়রুল ইসলাম র‌্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা র‌্যাবের উপপরিদর্শক (এসআই) রাকিব। নিহত র‌্যাব সদস্যে নাম সার্জেন্ট খায়রুল ইসলাম, আর মোটর মেকানিকের নাম হচ্ছে লিটন মিয়া।

গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদীর আশোকাঠী সেতুর ঢালে গত বুধবার থ্রি-হুইলার ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই থ্রি-হুইলার যাত্রী। নিহতরা হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে মো. রাকিবুল হাসান রাহাত (৩৪) ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মৃত সাহেব আলী খলিফার ছেলে আল আমিন (৩২)।

সাভার (ঢাকা) : ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার পথে গত বুধবার সাভারের আমিনবাজারে ট্রাকচাপায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা চিকিৎসক ছোট ভাই। নিহত স্কুল শিক্ষিকার নাম মিরা আরফিন - (৩৫)। তিনি কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার মালিশিয়া গ্রামের ইজ্জত আলীর মেয়ে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করেন এবং স্থানীয় কম্বাইন্ড স্কুলের শিক্ষক ছিলেন।

দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় গত বুধবার মোরছালিন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোরছালিন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মৌকুড়ি গ্রামের জামাল হোসেনের ছেলে।

সাতকানিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় ট্রাকের চাপায় ফরিদ উদ্দিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে কেরানিহাটের খুনি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদ উদ্দিন সাতকানিয়া কেঁওচিয়া ৬ নম্বর ওয়ার্ড মৃত আবদুল খালেকের ছেলে।
মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ঈদের আগের দিন একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতরা হলেন— জান্নাতুল ফেরদৌস মুনী (১৮) ও তাহমিনা আক্তার পলি (১৯)।

বরিশাল : বরিশাল নগরীর জিয়া সড়ক মোড়ে ঈদের আগের দিন যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো উল্টে চাপা পড়ে চাপায় মো. মুবিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মুবিন জিয়া সড়ক এলাকার মো. জুয়েলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ঈদের আগের দিন মাইক্রোবাসের ধাক্কায় তৌহিদ (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আরও আহত হয়েছেন সাতজন। নিহত তৌহিদ সদর উপজেলার মহারাজপুর ইউপির ভাগ্যমানপুর মোড়লপাড়া এলাকার সেন্টু আলীর ছেলে। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কনস্টবল পদে কর্মরত ছিলেন।
লালমনিরহাট : লালমনিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় জেলা মটর মালিক সমিতির কোষাধ্যক্ষ অনুপ কুমার বাপ্পী (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী। ঈদের আগের দিন সন্ধ্যায় কালীগঞ্জের কাকিনা রংপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনুপ কুমার বাপ্পী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার মৃত বিমল কেরানীর ছেলে। তিনি লালমনিরহাট জেলা মটর মালিক সমিতির কোষাধ্যক্ষ এবং আরজি পরিবহনের মালিক।

বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল বন্দরে ঈদের দিন এক মাদকসেবীর প্রাইভেটকারের চাপায় ফজলু রহমান (৫৫) নামে বন্দরের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার চালক বকুলকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করেছে। অভিযুক্ত বন্দরের রহমান চেম্বারের মালিক ও বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৭০) নিহত হয়েছে। ঈদের পরের দিন রাতে এ দুর্ঘটনা ঘটে।

সখীপুরে (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বৃদ্ধ বাবুল মিয়া (৭০) ও তাসলিমা আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ বাবুল মিয়া (৭০) বেলতলী এরাকার মৃত মাহমুদ আলীর ছেলে এবং তাসলিমা আক্তার (১৭) ফুলবাড়িয়া উপজলার এনায়েতপুর গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে।
ধামরাই ( ঢাকা) : ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় বায়েজিদ (১৫) নামে আরও এক কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ঈদের পরের দিন দুপুরে ধামরাইয়ের বাইশাকান্দা-ধানতারা শাখা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সিয়াম (১৩) ও ইমরান (১৪)। তারা সবাই ধামরাই এলাকার বাসিন্দা।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদের পরের দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। নিহত ওই ব্যক্তির নাম মহিউদ্দিন (৫০)। তিনি ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা : ঈদের জামাত আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে হৃদয় আহমেদ (১৬) নামে এক কিশোর। এ সময় গুরুতর আহত হয়েছে তার চাচাতো ভাই রিফাত। ঈদের দিন সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় আহমেদ উপজেলার লোকনাথপুর গ্রামের পূর্বপাড়ার একরামুল হকের ছেলে ও লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় ঈদের দিন দ্রæতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। নিহত প্রান্ত দাস তালা উপজেলার বালিয়া গ্রামের রঞ্জন দাসের ছেলে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় ঈদের আগের দিন গাছের সঙ্গে ধাক্কা লেগে নিকলু তালুকদার (২৮) নামে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। নিকলু সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়রগাঁও গ্রামের মৃত রাগেন্দ্র নারায়ণ তালুকদারের ছেলে।
বরগুনা : বরগুনার বামনা উপজেলার সোনাখালী বাজার সংলগ্ন বামনা-পাথরঘাটা মহাসড়কে ব্যাটারী চালিত একটি চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে ঈদের দিন জান্নাত (৪) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মাও গুরুতর আহত হয়েছেন। নিহত শিশু জান্নাত বামনা উপজেলার সোনাখালী গ্রামের মো. হাসিব ভুইয়ার মেয়ে।

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এশিয়ান এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন মিজানুর রহমান নামে এক মোটরসাইকেলচালক। বুধবার রাত আটটার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান (৫৫) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের মৃত আবদুল মালেক মাতুব্বরের ছেলে।

চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (৩০) ও জামাল হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। গত বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় ও দুপুর ১২টায় চান্দিনার তীরচর এলাকায় পৃথক ২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ফেনী জেলার পশুরাম উপজেলার পূর্ব ভালুকা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় অলিম্পিক কম্পানিতে কর্মরত। নিহত জামাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের আনিছ মিয়ার ছেলে।

মুন্সিগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুরে ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় মিন্টু হাওলাদার নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মিন্টু হাওলাদার সিপাই বাগের খিলগাঁও চৌরাস্তা এলাকার আব্দুল রশিদের ছেলে।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর-সিরাজপুর সড়ক দুর্ঘটনায় ঈদের পরের দিন আরিফুল ইসলামের (২৭) নামে এ যুবক নিহত হয়েছেন। নিহত আরিফুল উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের রিয়াজুলের ছেলে।

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় দুই রিকশাআরোহী নিহত হয়েছেন। বিপরিত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মাহিম (২০) ও আলম (২১) নামে দু’যুবক নিহত হন। নিহত মাহিম নালিতাবাড়ী বাজরস্থ জুয়েলের ছেলে ও আলম গোজাকুড়া গ্রামের সাহেদের ছেলে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। ঈদের আগের দিন ও পরের দিন পৃথক পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলা শহরের চর নারায়ণদিয়া গ্রামের সাবেক সেনা সদস্য বেলায়েত কাজী (৫২) ও জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মরিয়ম বেগম (৪২) ও তার ছেলে প্রাইভেটকারচালক মহিদুল মোল্যা (২৫), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের আলী মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) ও তার স্ত্রী হাজেরা বেগম (৩০)। রাসেল ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ