মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো দাবি করে বলেছে, ইসলামিক স্টেট বা আইএসের ঊর্ধ্বতন নেতা ও তথ্যমন্ত্রী ওয়াইল আদিল সালমান আল-ফায়াদ বিমান হামলায় নিহত হয়েছেন। গত শুক্রবার পেন্টাগনের মুখপাত্র পিটার কুক দাবি করেন, গত ৭ সেপ্টেম্বর সিরিয়ার রাক্কার কাছে পরিচালিত বিমান হামলায় আইএসের অন্যতম জ্যেষ্ঠ নেতা ওয়ায়িল আদিল হাসান সালমান আল ফায়াদ নিহত হয়েছেন। আল-ফায়াদের মাথার মূল্য ৩৮ লাখ পাউন্ড ধার্য করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) জানিয়েছে, ড. ওয়ায়িল নামে পরিচিত আল ফায়াদ আইএসের তথ্যমন্ত্রী ছিলেন। তিনি আইএসের শিরñেদ করার প্রপাগা-ামূলক ভিডিও তৈরির বিষয়গুলো তদারকি করতেন। গত ৭ সেপ্টেম্বর চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে পেন্টাগন। গেল মাসে সিরিয়ায় আরেকটি বিমান হামলায় নিহত আইএসের শীর্ষ কৌশলবিদ আবু মুহাম্মদ আল আদনানির ঘনিষ্ঠজন ছিলেন ফায়াদ। আইএসের বিকল্প নাম ব্যবহার করে দেয়া এক বিবৃতিতে পেন্টাগনের তথ্য সচিব পিটার কুক বলেন, আইএসআইএলের (আইএস) জ্যেষ্ঠ নেতাদের সরিয়ে দেয়ায় এর দখলকৃত ভূখ-ের ওপর নিয়ন্ত্রণ, পরিকল্পনার সামর্থ্য, অর্থ সরবরাহ এবং অঞ্চলটির ভেতরে ও বাইরে সরাসরি আক্রমণের সক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে। তবে চিরতরে আইএসআইএলকে নির্মূল না করা পর্যন্ত জোটের অংশীদারদের নিয়ে এর বিরুদ্ধে অভিযান আরো গতিশীল করার ধারা অব্যাহত রাখব আমরা। কুক বলেন, ফায়াদ আইএসের নেতৃস্থানীয় গোষ্ঠী শূরা কাউন্সিলের সদস্য ছিলেন। এর আগে পেন্টাগন জানিয়েছিল, আইএসের প্রধান প্রচারক ও মুখপাত্র আবু মুহাম্মদ আল আদনানি আগস্টে উত্তর সিরিয়ায় তাদের বিমান হামলায় নিহত হয়েছেন। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।