মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে ড্রোন হামলায় নিহত এক ইতালীয় পরিবারকে ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার ক্ষতিপূরণ বাবদ ১২ লাখ ডলার দিতে সম্মত হয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে। ২০১৫ সালে আল-কায়েদার হাতে বন্দি থাকা অবস্থায় মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইতালির ত্রাণকর্মী জিয়াওভানি লো পোর্তো (৩৭)। একই অভিযানে আরেক বন্দি যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী ওয়ারেন ওয়েনস্টেইন (৭৩) নিহত হন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, উভয় নিহতের পরিবার ক্ষতিপূরণ পাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোন অভিযানে গত এপ্রিল মাসে এ দুজনের নিহত হওয়ার তথ্য স্বীকার করেন। তিনি ঘোষণা দেন, তাদের দুজনের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আল-কায়েদার আস্তানা লক্ষ্য করে ড্রোন অভিযান চালানো হয়। তাদের ধারণা ছিল, সেখানে বেসামরিক কোনো লোক নেই। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।