Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জোরদারের পরিকল্পনা চীন সাগরে নৌতৎপরতা বাড়াবে জাপান

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশিক্ষণমূলক কর্মসূচি হিসেবে নৌ-তৎপরতা আরো জোরদার করবে জাপান। দক্ষিণ এবং পূর্ব চীন সাগরে মিত্রদের সঙ্গে যৌথ সামরিক তৎপরতা বাড়ানোর জাপানি পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হবে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রসঙ্গত, এই দুই সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের প্রভাব খর্বের লক্ষ্যে এ পরিকল্পনা নিয়েছে জাপান। পূর্ব চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনা জাহাজের বারবার ঢোকার কথা উল্লেখ করে জাপানের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক তৎপরতায় আরো বেশি করে অংশ নেবে তার দেশ। উল্লেখ্য, পূর্ব চীন সাগরের দিয়াইউ বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বেইজিং বলছে, প্রাচীনকাল থেকে ওই এলাকা নিয়ন্ত্রণ করছে চীন। অন্যদিকে ১৮৯৫ সাল থেকে ওই এলাকা নিয়ন্ত্রণ করে আসছে জাপান। জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। কারণ, চীনও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। দিয়াইউ বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করবে না বলে এর আগে ঘোষণা দিয়েছে টোকিও এবং বেইজিং। চীন উপকূল থেকে দ্বীপটি ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৩ সালের নভেম্বর মাসে বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশ প্রতিরক্ষা জোন গঠন করে বেইজিং। এছাড়া, দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকার ওপর অধিকার দাবি করছে বেইজিং। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টানাপড়েন চলছে। এছাড়া এ এলাকা দিয়ে মাঝে মাঝেই টহল দেয় মার্কিন যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোরদারের পরিকল্পনা চীন সাগরে নৌতৎপরতা বাড়াবে জাপান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ