মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আগ্রাসনের সময় এক ইরাকি তরুণকে ডুবিয়ে মারে চার ব্রিটিশ সেনা। আদালতে দাখিল করা এক তদন্ত প্রতিবেদনে একজন ব্রিটিশ বিচারক বিষয়টি পরিষ্কার করেছেন। এ চার সেনাকে কঠোর ভাষায় ভর্ৎসনা করেছেন তিনি। আলজাজিরা অনলাইনের এক খবরে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ইরাকে হত্যা-গণহত্যাবিষয়ক তদন্ত প্রতিবেদনে বিচারক জর্জ নিউম্যান জানিয়েছেন, ইরাকের বসরা শহরে ২০০৩ সালে চার সেনা ১৫ বছর বয়সি আহমদ জব্বার কারিম আলীকে পানিতে নামতে বাধ্য করেন এবং এতে তার মত্যু হয়। বিষয়টিকে তিনি ‘জীবনের প্রতি নির্দয়’ হিসেবে উল্লেখ করেছেন। লুটের অভিযোগে আলীসহ চার তরুণকে উঠিয়ে নিয়ে যায় সেনারা। বসরা শহরের শাদ আল বসরা খালে নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। আলী সাঁতার জানত না। সে খালে নামতে চায়নি। কিন্তু জোর করে তাকে খালে নামানো হয়। সাঁতার না জানায় সে ডুবে মারা যায়। দাঁড়িয়ে এ দৃশ্য দেখেন সেনারা। প্রতিবেদনে বলা হয়েছে, এ তরুণের মৃত্যুর কারণ তাকে জোর করে পানিতে নামানো হয়েছে। তাছাড়া সে যখন সাহায্যের জন্য চিৎকার করেছে, সেনারা তাকে সাহায্য করেনি। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।