Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ বিদেশি নাগরিক আটক

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসবিরোধী অভিযানে তুরস্কের পুলিশ এক সিরীয় নাগরিকসহ ২৪ জন বিদেশিকে আটক করেছে। বিস্ফোরক ও গোলাবারুদ দিয়ে ইসলামিক স্টেট এবং কুর্দি বিদ্রোহীদের সহযোগিতা করার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে সিরীয় নাগরিকের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম আযব কে। ইস্তাম্বুলের নিকটবর্তী কুচুকেমিসি জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরো বলা হয়, পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পায় যে, আটককৃত ব্যক্তিরা উক্ত শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা তথা ষড়যন্ত্র করছে। এরপরই পুলিশ ওই শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। সন্দেহভাজন আটককৃতদের মধ্যে ৯ জন সিনিয়র সদস্য বলে জনশ্রুতি রয়েছে। অন্যদিকে অপর ১৫ জন তুরস্কের বিভিন্ন কনফিক্ট এলাকায় গমনের প্রস্তুতি নিচ্ছিল। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ বিদেশি নাগরিক আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ