Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গাজায় হামলা অব্যহত থাকবে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ১১:২০ এএম

গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১৫ মে) টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, ‘যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে।’

তিনি বলেন, ‘এই লড়াইয়ের জন্য আমরা দায়ী নই, দায়ী তারাই যারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই অভিযানের মধ্যবর্তী পর্যায়ে রয়েছি। অভিযান এখনো শেষ হয়নি এবং যতদিন প্রয়োজন ততদিন অভিযান চলবে।’

নেতানিয়াহু বলেন, ‘হামাস উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষের মধ্যে লুকিয়ে তাদের ক্ষতি চায়। আমরা সবকিছু করছি, তবে বেসামরিক মানুষের ক্ষতি কমাতে এবং সরাসরি সন্ত্রাসীদের ওপর আঘাত হানতে সম্ভাব্য সবকিছু করছি।’

সাতদিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। রোববার সকালের দিকেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ডজন খানেক। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে।

গাজা উপত্যকায় সাতদিন ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৪১ জন শিশু ও অনেক নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫০ জন।

এদিকে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে দুজন শিশু রয়েছে। শনিবার নতুন করে দুই ইসরায়েলি নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স



 

Show all comments
  • Md Edris Ali ১৬ মে, ২০২১, ১২:০০ পিএম says : 0
    নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব পাওয়ার জন্য মোদির মত ঘৃর্ণ খেলায় নেমেছে। সময় আসলেই সব বুঝা যাবে। ভারতের মত অক্সিজেনের জন্য কাতরাতে হবে। ইনশা আল্লাহ।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ১৬ মে, ২০২১, ১:২১ পিএম says : 0
    আমেরিকায় গজবে আজাবে মৃত্যু প্রায় ছয়লক্ষ ছুইছুই ব্রাজিলে ভয়ংকর ভাইরাস ভারতজুড়ে মৃত্যুপুরী চিতার আগুনের লেলিহান শিখা আকাশ ভারী হয়ে গেছে। শিক্ষা হচ্ছেনা ইহুদীদের কাফেরদের মুসলমানদের জর্মশক্র ইহুদী জমিনজুড়ে নিষ্ঠুর বর্বরতা জঘন্যতম হত‍্যাকান্ড ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একমাত্র আমেরিকার আশ্রয়ে প্রশ্রযে অর্থে অস্ত্রে। বিশ্বে দুইশত কোটি মুসলিম ঐক্যবদ্ধ নেই শাসকগোষ্ঠী আমেরিকার কুটিল ষড়যন্ত্রের কাছে বিশ্বের মুসলিম নেতৃত্ব অসহায়ত্ত্বের সুযোগে ফিলিস্তিনের মুসলমানদের পশুর মত গনহত‍্যা চালাচ্ছে। শহর অবরোধ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একের এক মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টান ভবন বিল্ডিং মিডিয়ার উপর কিছুই বাদ নেই। মধ্যেপ্রাচ‍্যের শক্তিশালী আরব শাসক গোষ্ঠী আমেরিকার দাবেদারী করতে বাধ্য হচ্ছে আমেরিকা তার মিত্রদের ভয়ে। জমিনজুড়ে ক্ষুদ্র ভাইরাসের মোকাবেলার শক্তি কোন পরাশক্তির ছিলনা। গজবে জমিনজুড়ে এখনো আছে আল্লাহর পক্ষে আরো ভয়ংকর শাস্তি জালেমদের নিদ্ধারীত করে রেখেছেন। মুসলমানদের জন্যে ঈমানদারদের জন্যে এই দুনিয়া প্রতি মুহুর্তে পরিক্ষা ক্ষনস্থায়ী ক্ষুদ্র জীবন। ক্ষুদ্র জীবনে শহীদ হওয়া চরম শোভাগ‍্যের। ফিলিস্তিনের মানুষ চীরস্থায়ী জান্নাতুল ফেরদৌসের মেহমান হচ্ছেন। আল্লাহ্ মুসলিমদের সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। আর অবিশ্বাসী জালেমদের জন‍্য ভয়ংকর চীরস্থায়ী জাহান্নাম নিদ্ধারণ করে রেখেছেন। চুখর পলকে জীবন শেষ মৃত্যু অনিবার্য সত‍্য পরকালের হিসাব নিকাসের জন্যে কতটুকু প্রস্তুথ আমরা মুসলমানরা??সবাই জ্ঞানী পকৃত জ্ঞানীরা অবশ্যই আল্লাহর ভয়ে আল্লাহর বিধিবিধান মানেন। আল্লাহর কাছে প্রার্থনা করুন সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নিয়ে বতর্মান কঠিন সময়ে আল্লাহর দিদার নচিব সুভাগ‍্য হওয়ার জন্যে। আল্লাহ্ আমাদের সবাই কে সত‍্য জানার সৎ ভাবে চলার তৌফিক দিন। আমিন।
    Total Reply(0) Reply
  • Burhan uddin khan ১৯ মে, ২০২১, ৩:৫৯ পিএম says : 0
    May Allah punished the Jews....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজায় হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ