বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের কুরের পাড় এলাকায় শনিবার বিকালে পুকুরের পানিতে পড়ে জান্নাতুল আক্তার নামক আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর নোয়াগাঁও গ্রামের কুরের পাড় এলাকার খলিল মিয়ার স্ত্রী বাড়ীর উঠানে ধান শুকানোর কাজ করছিলো। এ সময় জান্নাতুল সবার অগোচরে কোন এক সময় বাড়ীর পাশে পুকুরে পানিতে পড়ে যায়। স্থানীয় একজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করে। পরিবারের লোকজন জান্নাতুলকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ নুর এ আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।