Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিপুরে বিয়ে বাড়িতে পুকুরে পরে এক শিশুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৯:৫৪ পিএম

পটুয়াখালীর মহিপুরে খালাতো বোনের বিয়েতে গিয়ে পানিতে ডুবে মোসা. বিথী আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার মহিপুর থানার কুয়াকাটা পৌরশহরের কম্পিউটার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি পৌরসভার ৬নং ওয়ার্ড (নবীনপুর) গ্রামের মৎস্য ব্যবসায়ী বশির হাওলাদের মেয়ে।

নিহতের চাচা মিজানুর রহমান জানান, শিশু বিথী তার মায়ের সাথে খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যায়, সোমবার দুপুরের পরে বিথীকে না পেয়ে খোঁজাখুজি ও মাইকিং করা হয় পরবর্তীতে বিকেল ৪টায় দিকে বাড়িতে থাকা পুকুরে জাল টেনে তাঁকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা পৌর যুবলীগ আহবায়ক ইসাহাক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। রাত সারে আট্টায় জানাজা নামাজ শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ