Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ পর্যটন কেন্দ্র, তারপর ঘুরাফেরা চলছে সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০২১, ৬:০২ পিএম

করোনা সংক্রমন রোধে সকল পর্যটন কেন্দ্র বন্ধ সিলেটে। কিন্তু তারপরও থেমে নেই দশনার্থীদের পদচারনা। নিজস্বভাবে ঘুরাফেরায় ব্যস্ত সময় পার করছেন সকল শ্রেণীর মানুষ। এরমধ্যে ভিড় লেগেছে সিলেটের লাক্কাতুড়া চা বাগানে।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদের দিন বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছে এ এলাকায়। শনিবার ঈদের দ্বিতীয় দিন লাক্কাতুড়া চা বাগান এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের দিনও একই অবস্থা ছিল। সরকারি বিধি নিষেধ অনুযায়ী সিলেটের বেশীরভাগ পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় লোকজন সেগুলোতে প্রবেশ করতে পারছেন না। তাই শহরের নিটকবর্তী, দৃষ্টিনন্দন লাক্কাতুরা চা বাগান এলাকায় বেলা বাড়ার সাথে সাথে দেখা গেছে লোকজনের ভিড়। লাক্কাতুরায় চা বাগান, গলফ কোর্সের পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টানছে পর্যটকদের। সিলেট শহর ছাড়াও আশেপাশের এলাকা থেকে লোকজন আসতে দেখা গেছে। পরিবহন বন্ধ থাকায় রিকশা, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাযোগে সেখানে ভিড় করছে প্রচুর লোকজন। আর এই সুযোগে এই এলাকায় বসেছে ভাসমান খাবারের দোকান। পর্যটকদের জন্য কয়েকজন যুবক সেখানে নিয়ে এসেছেন কয়েকটি ঘোড়া। ঘোড়া চড়িয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন তারা। স্থানীয়রা জানান, বিকেলে ভিড় আরো বাড়বে। দূর দূরান্তে থেকে বিভিন্ন বয়সী মানুষ এখানে ভিড় করবে রাত পর্যন্ত। প্রতি বছরই ঈদের সময় এই এলাকায় অসংখ্য মানুষ ভিড় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ