Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার শালিখায় সুদের টাকা আদায় করতে হামলার দু ঘন্টা পর ১ জনের মৃত্যু

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০২১, ১:২২ পিএম

মাগুরার শালিখা উপজেলায় সুদে টাকা আদায় করতে বাড়িতে হামলা করার ২ঘন্টা পর দেনাদারের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার তালখড়ি ইউনিয়নের চতিয়া গ্রামে। ১৩ মে রাত আনুমানিক ৯টার দিকে তালখড়ি গ্রামের ফজলু কাসারি সুদে টাকা আদায়ের দাবিতে চতিয়া গ্রামের পঙ্কজ বিশ্বাস বাড়িতে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এ সময় মৃত্যু ব্যাক্তির দুই ভাই পিযুস বিশ্বাস, পতিত বিশ্বাস ও তার বড় চাচি এগিয়ে আসলে ফজলু কাসারির লোক জন তাদের উপর উত্তেজিত হয়ে হামলা করে বাড়ি ফিরে আসে। আহত পঙ্কজ বিশ্বাস এর ২ঘন্টা পর মারা যায় বলে নিহতের পরিবারের লোকজন জানান। এ ব্যাপারে মৃত্যের মেঝ ভাই পিযুস বিশ্বাস অভিযোগ করে বলেন , তার ভাই তার কাছ থেকে ৬০ হাজার টাকা সুদে নিয়েছিলো শুনেছি কিন্তু এ পর্যন্ত ৮০ হাজার টাকা পরিশোধ করলেও মূল টাকা শোধ হয়নি বলে তাদের বাড়িতে হামলা করা হয়েছে। তাদের ভয়ে তার ভাই দীর্ঘ ১ বছর পালিয়ে ছিলো। তবে ফজলু কাসারি বলেন, সে সূদের টাকা নয় পাওনা টাকা আনতে গিয়েছিল এবং তার উপর হামলা করা হয় নাই। রিপোট লেখা পর্যন্ত কোন মামলার প্রস্তুতি চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ