Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেলায় দাবির টাকা দিল ন্যাশনাল লাইফ

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : প্রথম বীমায় মেলায় বেশ কিছু গ্রাহকের দাবি পূরণ করেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স। গত ২৩ থেকে ২৫ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেলায় এসব দাবি পূরণ করা হয়।
সম্মেলন কেন্দ্রের হারমনি হলে ন্যাশনাল লাইফের স্টল স্থাপন করা হয়। প্রতিদিন ন্যাশনাল লাইফের স্টলে প্রচুর গ্রাহক ও দর্শনার্থীর নানা তথ্য দিয়ে বীমায় আগ্রহী করার উদ্যোগ নেয় কোম্পানিটি। মেলায় পলিসির অনলাইন সেবা প্রদান, নতুন পলিসি বিক্রি, বীমা দাবির চেক হস্তান্তরসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিত হয়।
চেক প্রদান অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কোম্পানির চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম, মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসেরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্টলে গ্রাহক ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নিচে স্টলের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলায় দাবির টাকা দিল ন্যাশনাল লাইফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ