বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারত থেকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২৭ জনের করোনা পরীক্ষার পর তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গত ১০ মে ভোরে মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি ২৭ জনকে আটক করে।
এদের সাথে মানুষ পারাপারের একজন দালালকেও আটক করে। বিজিবি’র পক্ষ থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে। পুলিশ তাদের ঝিনাইদহ আদালতে পাঠায়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার আদেশ দেন। জেলা প্রশাসন তাদের শহরের আজাদ রেস্ট হাউজে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখে। বসানো হয় পুলিশি পাহারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।