Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আলেপ্পোতে ৩ শতাধিক নুসরা সদস্য নিহত

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আরবি নিউজ চ্যানেল আল-মায়েদিন জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে সরকারি বাহিনীর অভিযানে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরা ফ্রন্টের তিন শতাধিক সদস্য নিহত হয়েছে। নিউজ চ্যানেলটিতে বলা হয়েছে, সিরিয় বাহিনীর সর্বশেষ অভিযানের মুখে রাতিন গ্রামের কাছে এসব বিদ্রোহী নিহত হয়। আন-নুসরা এই নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেছে, গত কয়েকদিন এ এলাকায় প্রচ- লড়াইয়ে এসব মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি সীমান্তের কাছাকাছি তাল রিফাত শহরের দিকে সিরিয় বাহিনী এগিয়ে চলেছে। এতে হাজার হাজার বিদ্রোহী ঐ এলাকা থেকে সরে যেতে শুরু করেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ এ শহরকে গোলযোগপূর্ণ সীমান্তের কাছে বিদ্রোহীদের শেষ শক্ত অবস্থান হিসেবে গণ্য করা হয়। তাল রিফাত দখল করে নেয়া হলে তা বিদ্রোহীদের জন্য মারাত্মক আঘাত হয়ে দাঁড়াবে। রুশ বিমান সমর্থনে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে। দামেস্কের আমন্ত্রণে সিরিয়ার মস্কোর বিমান অভিযান শুরুর পর থেকে অনুষ্ঠিত লড়াইয়ের মধ্যে একে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। সিরিয় দৈনিক আল ওয়াতান লিখেছে, এ শহরের পতন ঘটলে গোটা উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ সরকারি সেনাদের নিয়ন্ত্রণ আসবে। রেডিও তেহরান, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেপ্পোতে ৩ শতাধিক নুসরা সদস্য নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ