বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২জন সিলেটে। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৫০ জন। এরমধ্যে ৪০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৭ জন। আজ শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪০ জন, মৌলভীবাজারে ৬ জন, হবিগঞ্জের ৩ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ১ জনের সনাক্ত হয়েছে করোনা। নতুন এই ৫০ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ২১ হাজার ৪৪২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৭১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৩২ জন ও ২ হাজার ৩৭৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে মৌলভীবাজারে। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এরমধ্যে সিলেটের ৫৭ জন, সুনামগঞ্জে ২ জন, ১২ জন মৌলভীবাজারে। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৩১৯ জন। এর মধ্যে সিলেট ১৩ হাজার ৪৬২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৮৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও ২ হাজার ২৪৬ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় সিলেট হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮২ জন রয়েছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট ১৬৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন ও ১ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মৃত ২ জন সিলেটের বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৭ জনে। এরমধ্যে সিলেট ৩০২ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও ২৯ জন রয়েছেন মৌলভীবাজারের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।