মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বসনিয়ায় আদালত ও অন্যান্য আইনি প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ২ হাজার নারী। রোববার রাজধানী সারায়েভোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নব্বই দশকে কমিউনিস্ট শাসনামলে বসনিয়ায় হিজার পরা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে সাবেক যুগোস্লাভিয়া থেকে পৃথক হওয়ার পর এই নিষেধাজ্ঞা অপসারণ করা হয়। সম্প্রতি দেশটিতে নতুন করে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বসনিয়ার জুডিশিয়াল কাউন্সিল সব বিচারিক প্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্নসূচক যে কোনো ধরনের পোশাক পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করে। রোববার জুডিশিয়াল কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী সারায়েভোতে বিক্ষোভে নামে প্রায় দুই হাজার নারী। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ চলাকালে নারীরা ‘হিজাব আমার অধিকার’সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের আয়োজক সামিরা জুনিক ভেলজিক বলেন, হিজাব নিষিদ্ধকরণ মুসলমানদের সম্মান, ব্যক্তিত্ব ও পরিচয়ের ওপর গুরুতর আঘাত। মুসলমান নারীদের কাজ করার যে অধিকার তা কেড়ে নেওয়ার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। বসনিয়ার ৩৮ লাখ জনগণের ৪০ শতাংশ মুসলমান। বাকিরা অর্থডক্স অথবা ক্যাথলিক খ্রিস্টান। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।