বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
: চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারীদের আর্থিক প্রণোদনা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গললবার বন্দরের এনসিটি জেটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। এ সময় তিনি বলেন, এই করোনাকালে ২৪ ঘণ্টা কাজ করে বন্দরকে সচল রেখেছেন শ্রমিক কর্মচারীরা। দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার পিছনে এই শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তিনি প্রধানমন্ত্রীকে শ্রমিক বান্ধব উল্লেখ করে এ ধরনের প্রণোদনার সিদ্ধান্ত প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) মো. জাফর আলম (যুগ্ম-সচিব), সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রমুখ। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বন্দরের আট হাজার শ্রমিক কর্মচারীকে ১৫শ’ টাকা করে আর্থিক প্রণোদনা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।