পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্সে নগদ প্রণোদনা পেতে কোনো নথি লাগবে না। আর এখন থেকে কোনো প্রকার আয়নথি জমা না দিয়েই প্রবাসী কর্মীরা প্রণোদনার অর্থ পাবেন। সোমবার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
দেশে প্রবাসী আয় প্রবাহ আসার ক্ষেত্রে ২ দশমিক ৫ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। এজন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে প্রণোদনা পাওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ব্যাংকগুলোকে ৫ হাজার ডলার অথবা ৫ লাখ টাকার বেশি প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা প্রদানে রেমিটারের কাগজপত্র বিদেশস্থ এক্সচেঞ্জ হাউস হতে প্রেরণের বাধ্যবাধকতা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আজ থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।