Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুলগেরিয়ায় প্রচন্ড ঠান্ডায় অভিবাসন প্রত্যাশী দুই নারীর মৃত্যু

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বুলগেরিয়ার গ্রামীণ পার্বত্য অঞ্চলে অভিবাসন প্রত্যাশী দুই নারী মারা গেছে। প্রচ- ঠা-ায় জমে তারা মারা যান। গত রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। প্রচ- ঠা-া আবহাওয়া সত্ত্বেও অভিবাসন প্রত্যাশীরা ইইউভুক্ত দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। গত শনিবার বুলগেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মালকো ত্রানোভোর কাছে সীমান্ত পুলিশ ১১ শিশুসহ ১৯ জনের একটি শরণার্থী দলের সন্ধান পায়। এই দুই নারী ওই দলটির সঙ্গে ছিল। এখনো তাদের পরিচয় জানা যায়নি। গত রোববার দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী রুমিয়ানা বাকভারোভা বেসরকারি টিভি চ্যানেলে ঘোষণা করেন, দুজন নারী মারা গেছে। এদের একজন তরুণী ও অপরজন মধ্যবয়সী। আমাদের সীমান্ত রক্ষীরা তাদের সহায়তায় সম্ভাব্য সব ধরনের চেষ্টা করেছে। কিন্তু প্রচ- ঠা-ার কারণে ওই দুই নারী মারা যায়। এলাকাটি ছিল প্রচ- রকমে শীতল। সেই সঙ্গে প্রবল বেগে বাতাস বইছিল এবং প্রায় ৩০ সেন্টিমিটার পুরু বরফে ঢাকা ছিল। মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় যারা মারা গেছে তাদের একজনের বয়স ১৪ বছর থেকে ১৬ বছরের মধ্যে। অপরজনের বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে। হাসপাতালের এক মুখপাত্র বার্তা সংস্থা ফোকাসকে জানিয়েছে, শিশুদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বয়স ৪ বছর থেকে ১৬ বছরের মধ্যে। প্রাপ্ত বয়স্ক দুজনের অবস্থা গুরুতর। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুলগেরিয়ায় প্রচন্ড ঠান্ডায় অভিবাসন প্রত্যাশী দুই নারীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ