Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর সীমান্তে ভারত থেকে আসা ৫টি পিস্তল উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ৩:৫৪ পিএম

ভারত থেকে আসা ৫টি পিস্তল যশোরের বেনাপোল পুটখালি সীমান্তে উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোরে পুটখালির রাজগঞ্জ নামক স্থান থেকে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নেরসদস্যরা উদ্ধার করে। কেউ আটক হয়নি। পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বিষযটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে পুটখালী-রাজগঞ্জ সীমান্তে অপেক্ষা করছে। পরে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়িরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় অস্ত্র।

সূত্র জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ৭রাউন্ড গুলী ও ১টি ম্যাগাজিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ