গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : আগামীকাল (রোববার) যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হবে উপ-মহাদেশের প্রখ্যাত সাধক, অলিয়ে কামেল হাফেজ সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) ২৪তম ওফাত দিবস উপলক্ষে ২৪তম সালানা ওরস মাহফিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে যথাযোগ্য মর্যাদায় মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা, কায়েৎটুলীস্থ খানকা-এ-কাদেরিয়া, সৈয়্যদিয়া, তৈয়্যবিয়া, টাঙ্গাইল বাঘিলস্থ খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া, নীলফামারী সৈয়দপুর গোলাহাটস্থ খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া, রংপুর ৩২ নম্বর ওয়ার্ডস্থ জিয়াতপুকুর মাজার দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে হজুর কেবলা (রহঃ)‘র ২৪তম সালানা ওরস মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশের প্রধান অনুষ্ঠান আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য সালানা ওরস মাহফিলে উপস্থিত থাকবেন- শিক্ষানুরাগী, পদস্থ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এতে তকরীর করবেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াসহ বিভিনè মাদ্রাসার দেশ বরেণ্য বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে-বা’দ ফজর থেকে যোহর পর্যন্ত খত্মে কুরআন মাজীদ, খতমে বুখারী শরীফ, খত্মে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল সাল¬¬াল¬¬াহু আলাইহি ওয়াসাল¬¬াম,খত্মে গাউসিয়া শরীফ,আউলিয়া কেরামের জীবনী আলোচনা, সালাত ও সালাম, আখেরী মুনাজাত এবং বা’দ এশা-তার্বারুক বিতরণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।